Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
ডিজিটাল সেন্টারে ফাস্ট ক্যাশ সেবা।
বিস্তারিত

ই- ক্যাশ লিমিটেডের পক্ষ থেকে শুভেচ্চা ৷ আপনারা জেনে আনন্দিত হবেন যে, প্রধান মন্ত্রীর কার্যালয়ের এটুআই প্রোগ্রামের সাথে গত ২২শে মে ২০১৪ তারিখে ই-ক্যাশ লিমিটেডের সমঝোতা সারক সাক্ষরিত হয়(MoU)৷ সাক্ষরিত চুকতি অনুজায়ী ই-ক্যাশ লিমিটেড সকল uisc ,pisc, cisc সমুহে ধাপে ধাপে ফাস্টক্যাশ' এজেন্ট বাংকিং চালু করা হবে ৷ এর ফলে উদোকতারা ই-ক্যাশের এজেন্ট হিসাবে কাজ করবে এবং প্রিপেইড কার্ড বাংকিং এবং অর্থ লেনদেন এর মাধ্যমে কমিশন লাভ করবে ৷ এর ফলে বাংকিং সেবার আওতার বহিরে থাকা ১টি বড় জনগোষ্ঠী ই-ক্যাশ লিমিটেডের ফাস্টক্যাশ' কার্ডের মাধ্যমে বাংকিং সেবার আওতায় আসবে ৷ নাগরিকগণ uisc , pisc, cisc তে গিয়ে ই-ক্যাশ লিমিটেডের 'ফাস্টক্যাশ' কার্ডের মাধ্যমে টাকা জমা দিতে,উঠাতে ও পাঠাতে পারবে ৷ পাশা পাশি ফাস্টক্যাশের মাধ্যমে যে কোন নাগরিক বাসায় বসে অথবা uisc , pisc, cisc গিয়ে হয়রানি মুক্ত ভাবে ভারচুয়াল শপ থেকে অনলাইনে পণ্য কেনাকাটা করতে পারবে ৷

প্রাথমিক ভাবে বাংলাদেশের ১০টি uisc , পাইলট হিসাবে চালু করা হয়েছে ৷পাইলট কর্মসূচির জন্য ঢাকা জেলার ডেমরা ইউআইএসসি, টাঙ্গাইল জেলার দেওলী ইউআইএসসি, গাজীপুর জেলার মির্জাপুর ইউআইএসসি, কুমিল্লা জেলার গৌরীপুর ইউআইএসসি, যশোর জেলার আরবপুর ইউআইএসসি, মাগুরা জেলার বুনাগাতি ইউআইএসসি, সুনামগঞ্জ জেলার পাথারিয়া ইউআইএসসি, পিরোজপুর জেলার পত্যাশী ইউআইএসসি, রংপুর জেলার সদ্যপুস্করনী ইউআইএসসি এবং বগুড়া জেলার পিরব ইউআইএসসি নির্বাচন করা হয়েছে ৷

এজেন্ট ব্যাঙ্কিং চালু করতে আগ্রহী উদ্যোক্তারা নিম্ন ঠিকানায় যোগাযোগ করতে পারেন :
ই-ক্যাশ লিমিটেড, নাভানা টাওয়ার, ফ্ল্যাট ন; ২২/এ, ৪৫ গুলশান এভিনিউ ঢাকা-১২১২ ৷ ফোন: ০১৮৩৩৩১৪০৪০, ০১৮৩৩১০৪৭৮২, ইমেইল: nargis.akter@ecashbd.com

ডাউনলোড
প্রকাশের তারিখ
18/12/2023
আর্কাইভ তারিখ
31/12/2023