Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

মহিলা বিষয়ক

জেলা মহিলা বিষয়ক অফিসের তথ্যাবলী

 

ক্রঃ নং

কার্যক্রম

সেবার ধরণ

সেবা গ্রহনকারী ব্যক্তি/সংস্থা

সেবার স্থান

সেবা প্রাপ্তির সময়সীমা

সেবাদানকারী কর্তৃপক্ষ

মন্তব্য

০১

মহিলাদের আত্ম-কর্মসংস্থানের জন্য ক্ষুদ্রঋণ কার্যক্রম।

ক্ষুদ্রঋণ কার্যক্রমের আওতায় দুঃস্থ ও অসহায় প্রশিক্ষিত নারীদের আত্ম-কর্মসংস্থানের লক্ষ্যে ক্ষুদ্রঋণ প্রদান করা। এ কার্যক্রমের মাধ্যমে বিভিন্ন কর্মসূচীর আওতায় ১ থেকে ১৫,০০০/=

(পনের হাজার) টাকা পর্যন্ত সহজ শর্তে ঋণ প্রদান করা হয়। ঋণ গ্রহিতাদের মূল টাকার সঙ্গে শুধুমাত্র ৫% থেকে ১০% হারে সার্ভিস চার্জের বিধান আছে।

কর্মক্ষম প্রশিক্ষন প্রাপ্ত দরিদ্র নারী ।

জেলা/

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়,

ময়মনসিংহ।

আবেদন প্রাপ্তির ০১ মাসের মধ্যে ঘূর্ণায়মান ঋণ এবং বরাদ্দকৃত ঋণ ০২ মাসের মধ্যে বিতরন করা হয়।

জেলা/

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা।

 

০২

স্বেচ্ছাস্বেবী মহিলা সমিতি নিবন্ধন এবং সমিতির মধ্যে অনুদান বিতরণ।

 

উন্নয়ন কর্মসূচীকে আরো গতিশীল করার লক্ষ্যে মহিলা জনগোষ্ঠির মধ্যে সম্প্রসারন করার লক্ষ্যে স্বেচ্ছাস্বেবী মহিলাদের সংগঠন সমূহে নিবন্ধন প্রদান করা এবং সরকারের মাধ্যমে বাংলাদেশ কল্যান পরিষদ(বামকপ) প্রদত্ত বাৎসরিক সাধারন ও বিশেষ অনুদান বিতরন।

সক্রিয় স্বেচ্ছাসেবী মহিলা  সমিতি।

জেলা/

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়, ফুলপুর।

আবেদন প্রাপ্তির ১৫ দিনের মধ্যে নিবন্ধন।

জেলা/

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা।

 

০৩।

দুঃস্থ মহিলা উন্নয়ন (ভিজিডি) কর্মসূচী।

 

ভিজিডি কর্মসূচীর আওতায় ৭২০ জন দরিদ্র সীমার নীচে বসবাসকারী মহিলাদের খাদ্য নিরাপত্তাসহ প্রশিক্ষন প্রদান ও আয়বর্ধক কর্মসূচীতে তাদের জরিত করন এবং এই কার্যক্রমের অধীনে ভিজিডি কার্ডধারী মহিলাদেরকে ০২ বৎসর যাবৎ খাদ্য ও আর্থিক সুবিধা প্রদান করা হয়। আয়বর্ধক সচেতনতা বিষয়ক প্রশিক্ষন দেওয়া হয়। ভিজিডি চক্রশেষে প্রশিক্ষন প্রাপ্ত মহিলাদের ঋণ সুবিধা প্রদান করা হয়।

দরিদ্র-পীড়িত ও দুঃস্থ গ্রামীন মহিলা।

জেলা/

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়, 

 

০২ বৎসর চক্র।

জেলা/

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা

শুধুমাত্র

ময়মনসিংহ সদর উপজেলায় ৭২০ জন ভিজিডি কার্ডধারী মহিলার সংখ্যা দেওয়া হলো।

০৪

নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ ও সালিশ-বিচার।

 

মহিলা ও শিশুদের আইনগত সহায়তা প্রদানের লক্ষ্যে জেলা/উপজেলা পর্যায়ের গঠিত নারী নির্যাতন প্রতিরোধ কমিটি স্থানীয়ভাবে নারী ও শিশু নির্যাতন মূলক অভিযোগের প্রেক্ষিতে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ গ্রহনের ব্যবস্থা করে থাকে।

নির্যাতিত নারী ও শিশু ।

জেলা/

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়, ফুলপুর।

আবেদন এবং অবহিত হওয়ার প্রেক্ষিতে তাৎক্ষনিকভাবে পদক্ষেপ গ্রহন।

জেলা/

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা।

 

০৫

দরিদ্র মা’র জন্য মাতৃত্বকাল ভাতা প্রদান কর্মসূচী।

 

দরিদ্র মা’র জন্য মাতৃত্বকালীন ভাতা কর্মসূচীর অধীনে গ্রামের দরিদ্র গর্ভবর্তী মায়েদের মাসিক ৩৫০/= হারে ০২ বৎসর মেয়াদে মাতৃত্বকালীন ভাতা প্রদান করা হয়। এ ছাড়া সন্তান প্রসবের পর মা ও শিশুর স্বাস্থ্যসেবার পরামর্শসহ ব্যবস্থা করা।

পল্লী এলাকার দরিদ্র গর্ভবতর্বী মহিলা।

জেলা/

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়, এবং নির্বাচিত এনজিও প্রতিনিধি।

০২ বৎসর মেয়াদে।

জেলা/

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা।

 

০৬

‘‘কর্মজীবী ল্যাকটেটিং মাদার সহায়তা তহবিল’’।

 

মুন্সীগঞ্জ জেলাধীন মুন্সীগঞ্জ ও মীরকাদিম পৌরসভায় কর্মজীবী দুগ্ধদায়ী মহিলাদের ৩৫০/= হারে ০২ বৎসর মেয়াদে ল্যাকটেটিং মাদর সহায়তা তহবিল থেকে ভাতা প্রদান করা হয়।

পৌর এলাকার দরিদ্র কর্মজীবি দুগ্ধদায়ী মহিলা।

 জেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়, ফুলপুর।

০২ বৎসর

জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা।

 

০৭

সেলাই মেশিন বিতরন।

নিবন্ধনকৃত প্রতিষ্ঠান, দারিদ্র পীড়িত ও দুঃস্থ মহিলাদের আত্ম-কর্মসংস্থানের জন্য আবেদনের প্রেক্ষিতে সেলাই মেশিনের আবেদনপত্র অগ্রায়নের ব্যবস্থা করা হয়। প্রাপ্তি সাপেক্ষে বিতরন করা হয়।

নিবন্ধনকৃত প্রতিষ্ঠান,দরিদ্র পীড়িত দুঃস্থ মহিলা।

মহিলা বিষয়ক অধিদ্প্তর ।

আবেদনের প্রেক্ষিতে ০১ মাসের মধ্যে।

মহিলা বিষয়ক অধিদ্প্তর,

ঢাকা ।

 

০৮

হস্তশিল্প প্রদর্শনী ও বিক্রয় কেন্দ্র (ডব্লিউ,টি,সি)।

 

জেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের ডব্লিউ,টি,সি প্রকল্পে প্রশিক্ষনার্থীদের দ্বারা তৈরী বিভিন্ন হস্তশিল্প প্রদর্শনী ও বিক্রয়ের ব্যবস্থা করা।

জনসাধারণ।

 জেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়, ফুলপুর।

০৩ মাস

জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা।

 

০৯

সচেতনতা বৃদ্ধি ও জেন্ডার সমতা মূলক কার্যক্রম ও পারিবারিক সহিংসতা প্রতিরোধ।

 

নারী উন্নয়ন ও জেন্ডার সমতা আনয়নে বিভিন্ন জন সচেতনতামূলক কার্যক্রম গ্রহণ যেমন-যৌতুক ও বাল্য বিবাহ প্রতিরোধ,জন্ম নিবন্ধন ও বিবাহ নিবন্ধনে উদ্বুদ্ধকরণ, এইচ,আই,ভি(এইডস) প্রতিরোধে সচেতনতা বৃদ্ধিসহ নারী অধিকার রক্ষায়CEDAW সনদ বাস্তবায়নসহ পারিবারিক সহিংসতা প্রতিরোধ সংক্রান্ত কার্যক্রম ও বিভিন্ন দিবস পালন করা হয়। এছাড়া মহিলা  উন্নয়ন সমন্বয় (WID)সভা সংক্রান্ত সার্বিক কার্যক্রম পরিচালনা, নিয়মিত প্রতিবেদন প্রেরন করা।

দেশের সকল জনগোষ্ঠি।

প্রধান কার্যালয়, জেলা/ উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়

বছর ব্যাপী ও দিবস অনুযায়ী।

মহিলা বিষয়ক অধিদপ্তর, ঢাকা।

 

১০

‘‘Development of Training Programme in Women      Training Centre(WTC) at District Level”  প্রকল্প।

স্থানীয় চাহিদা্ অনুযায়ী বৃত্তিমূলক প্রশিক্ষনের পাশাপাশি সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং জীবন ধানণ ও জীবন দক্ষতা প্রশিক্ষণ, জেন্ডার ইস্যু এবং আইনগত অধিকার বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা।

স্থানীয়ভাবে বসবাসকারী আবেদনকারী মহিলা।

দেশের ৬৪টি জেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়।

০৩ মাস ।

জেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়, ফুলপুর।